শিক্ষা যখন ব্যাবসা

শিক্ষাব্যবস্থা চালু করা হলো মূলত পূর্বপুরুষদের রেখে যাওয়া মূল্যবান জ্ঞান গুলো আমাদের মত অধম দের দেওয়ার জন্য ।


যেমন আমরা কম্পিউটার প্রোগ্রামিং কিংবা নাসার বৈজ্ঞানিক প্রযুক্তি সম্পর্কে জানিনা এরকম তথ্য সম্পর্কে জানানোর জন্য শিক্ষাব্যবস্থার আগমন ঘটেছে ।


নাসার বৈজ্ঞানিক বিষয়বস্তু সম্পর্কে বলতে পারবোনা প্রোগ্রামিং সম্পর্ক তেমন জ্ঞান নেই আমার ।

মোবাইল নিয়ে সাধারন একটা উদাহরণ দিই ।

যেমন আমার কাছে মোবাইল নেই ।

 তো আমাদের বইয়ের মধ্যে লেখা আছে মোবাইল ফোন হচ্ছে এমন একটি যন্ত্র যেটির সাহায্যে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কথা বলা যায় অতি সহজেই এবং অতি দ্রুত,

এরকম মোবাইল সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া হলো 

বই গুলোতে, ভালো কথা কিন্তু চিন্তার বিষয় হলো এই জায়গায় যে আমাদের বই গুলোতে কিছু প্রশ্ন সাজানো থাকে আর পরীক্ষা হয় এই প্রশ্ন গুলো থেকেই ।

মূলত প্রশ্ন গুলো সাজানো হয়েছে যাতে করে শিক্ষক বুঝতে পারে ছাত্রঃ কতটুকু বুঝেছে বিষয়টিকে ।

তবে আমরা এটাকে নিয়ম করে নিয়ে ফেলেছি যে আমাদের পরীক্ষায় ওই প্রশ্ন গুলোই থেকে প্রশ্ন দিতে হবে ।

যেটা আমাদের বই গুলিকে সম্পূর্ণ পড়া থেকে বিরত রাখে কারণ আমরা জানি পরীক্ষায় এই প্রশ্ন গুলো থেকেই কিছু প্রশ্ন আসবে তো সম্পূর্ণ বই না পড়লেও হবে টাকা দিয়ে গাইড কিনো আর শুধু সাজানো কিছু প্রশ্নের উত্তর শিখো ।


এটা গেলো গাইডের বিষয় এর পর আসে সেলেবাস যেটা আমাদের আরো বুঝতে সহজ করে পরীক্ষায় কিরকম প্রশ্ন আসতে পারে । অবশ্য এছাড়াও ক্লাস রুটিংএর মত কিছু বিষয় থাকে ।


তারপর যদি বাবার টাকা আরো থাকে তাহলে কিনে নাও একটি মডেল টেস্ট এটা তুমার ওই প্রশ্ন গুলো থেকে আরো কিছু প্রশ্ন বাদ দিয়ে তুমাকে মুখস্ত করতে সহজ করে দিবে 


আবার যদি এর পরেও তুমার বাবার পকেট ফাঁকা না হয় তাহলে কিনে নিতে পারো প্রশ্ন পত্র বেস আর কিসের চিন্তা মুখস্ত করো আর লেখে আসো ।


সব শেষে লিখে আসো ক্ষমতায় আওলামিলিগ থাকলে ।

জয়বাংলা জয় বঙ্গবন্ধু 

আর বিএনপি থাকলে ।

বাংলাদেশ জিন্দাবাদ 


এতে করে শুধু পাস নয় চাকরিও নিশ্চয়তা পেয়ে যাবেন।


কিন্তু যে ছেলেটি পরীক্ষার খাতায় লিখে আসলো মোবাইল এমন একটি যন্ত্র যেখানে গেম ওপেন করে গেম খেলা যায় ।

সে জানেই না গেম কাকে বলে ।


যে সিলেটি কৃষি পরীক্ষায় লিখে আসলো জৈব সার মাটির উর্বরতা বাড়ায় বিনা কোন ক্ষতি করে ।

সে আসলে জানেই না জৈব সার কাকে বলে ।

তাকে জাস্ট কিছু শব্দ শিখানো হয়েছে আর সে সেগুলি লিখে এসেছে ।


আর এবাবেই পূর্ব পুরুষদের রেখে যাওয়া মহান শিক্ষা বেবস্থা আমাদের জন্য অভিসাব হয়ে দাঁড়িয়েছে ।


আমি জানিনা আমি যেটা বুযাতে চেয়েছি সেটা বুযাতে কতটুকু পেরেছি ।


Mohammad Raju Sheikh



মন্তব্যসমূহ