শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকা বড়ই কঠিন


 সৈতানের ধোঁকা থেকে বেঁচে থাকা বড়ই কঠিন তাই তো আজ আমাদের মধ্যে এত বিবাদ এতো লড়াই ।

অমুক খাফের

, অমুক ভুল কথা বলেছে।

অমুকের আকিদা ঠিক নেই ।

তমুকের কোনো ওস্তাদ নেই ।

জামাত কে ছাফোট করা যাবে না ।

চরমোনাই ক্ষমতা লোভী ।

তবে টাকাওয়ালা ভারতের দালালদের ভোট দিলে কোনো কথা নেই । তাদের সমর্থক করলে কোনো সমস্যা নেই । সারাবছর যে শুভেচ্ছা জানবে সে সাধু বাবা পীরসাহেব ।


এগুলো কি শয়তানি ধোঁকা নয় ।

একজন নাস্তিক ঠিক দিনে যতবার ইসলাম নিকে কুটুক্তি করে একজন মুমিন ব্যক্তি ঠিক ততবার আল্লাহর নামও বলে না ।


ভারতের এজেন্ট ক্ষমতাসীনদের সাথে হাত মিলিয়ে খোবই কৌশলে মানুষের মন থেকে ইসলামকে তুলে নিচ্ছে ।

আর আমাদের আলেমরা এখনো শয়তানের ধোঁকা থেকেই বের হতে পারলনা ।

হেফাজত ইসলাম একটা ঢাইলক মারতো আমরা চাইনা বর্তমান সরকারের পতন হোক আমরা চাই আল্লাহ তাকে হেদায়ত দেক ।

এখন হেদায়ত দিয়েছে না ।

সবাইকে যদি হেদায়ত দিত তাহলে সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কেনো তাদের কি এমনি শক্তি কম ছিল ।


মূলত কথা হলো আমরা এই অন্য দেশের এজেন্ট আর চাই না ।

ঘরের খেয়ে পরের প্রতি টান কখনোই শান্তি এনে দিতে পারে না ।


#সত্যেরসন্ধান

Mohammad Raju Sheikh

মন্তব্যসমূহ