জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক ফ্রিতে দেওয়াই কতটুকু কার্যকর উন্নতি হয়েছে শিক্ষার

বাংলাদেশের সরকার সর্বস্তরের বাচ্চাদের জন্য স্কুল বই ফ্রি করেছে, লক্ষ্য এবং প্রকাশিত প্রতিজ্ঞা তো এই ছিল, এতে করে সবাই শিক্ষার আলোয় আসতে পারবে  । 

কিন্তু শিক্ষা গ্রহণ করতে গিয়ে দেখা যাচ্ছে আলাদাভাবে গাইড গ্রামার কিনতে হচ্ছে এগুলির গুরুত্ব অনেক । আর এত প্রয়োজনীয় বিষয় বইয়ের মধ্যে দেওয়া হয় না কেন ?

ধরে নিলাম খরচা বেশি হয়ে যায় ,

তাহলে প্রতিবছর কেন নতুন করে গাইড গ্রামার কিনতে হয় ।

উপরের শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ব্যবহৃত গাইড গ্রামার কেন আগেরকার দিনের মত ব্যবহার করা যায় না,

 প্রতি বছর বইয়ের কিছু পৃষ্ঠা উলটপালট করা হয় যার  কারণে প্রতিবছর আমাদের লাইব্রেরি থেকে নতুন গাইড গ্রামার কিনতে হচ্ছে ।


দায়িত্বে বসা লোকেরা কি এই সমস্যাটাকে অনুভব করতে পারছে না,নাকি এই গাইড গ্রামারে বিক্রির  লাভ থেকে একটি অংশ প্রভাবশালীদের নামে সুইস ব্যাংকে জমা হচ্ছে ।

যদি আমি এমনটাই ধারণা রাখি  এবং  প্রকাশ করি তাহলে কি আমি দেশ বিরোধী হবো ।

----------------------------------------------

যেহেতু আমার সামনে স্পষ্ট কোন ব্যাখ্যা নেই এর ।

-----------------------------------------------

---------------------------------------------





মন্তব্যসমূহ