মুক্তি চাই দাসত্বের শিকল থেকে ।

 বাংলা থেকে অন্য দেশের নিয়ন্ত্রণ হাটাও ।

 আমাদের বাংলা যদি  অন্য দেশের যনিয়ন্ত্রনে থাকে তারা কখনোই চাইবেনা  আমরা উন্নতি করি বরংচ আমাদের লুটপাট এবং সর্বোচ্চ নিয়ে যাবার চেষ্টা করবে  ।

আমরা দেখেছি আফগানিস্থানে কিভাবে লুটপাট চালিয়েছে আমেরিকা ।

 সেখানে আমেরিকানরা যতজন ছিলো তারচেয়ে বেশি ছিল আফগানিস্তানের স্থানীয় লোকেরা,

 যারা ক্ষমতার লোভ কিংবা টাকা পয়সার জন্য আমেরিকানদের হাতে নিজের  দেশকে তুলে দিয়েছে  ।

আমরা দেখেছি পাকিস্তানে ইমরান খান আমেরিকার বিরোধিতা করার কারণে কিভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে । 

আমরা দেখেছি এবং দেখছি বাংলার উপর ভারতের ঠিক কতটা নিয়ন্ত্রণ রয়েছে ভারত যাই করুক না কেন,  বাংলাদেশের ক্ষমতায় বসা পুতুলগুলো ভারতের বিরুদ্ধে কোন অ্যাকশন নেবে না। 

 তাদের মন চাইলে পেঁয়াজের দাম বাড়তি করে যাবে মন চাইলে গরু আবার মন চাইলেও ফারাক্কা বান অফ করে দিয়ে বাংলাকে পানিশূন্যতায় মারবে, এবং অপ্রয়োজনের সময় অতিরিক্ত পানি দিয়ে বাংলার ফসল নষ্ট করবে ।

আমি জানি আমার এই কথাগুলো কিছু লোকদের ভালো লাগবে না বিশেষ করে যারা বর্তমানে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সাথে জড়িত রয়েছে ।

 এবং তাদের এটাও মনে হতে পারে আমি বিরোধীদলের কেও ।

 কিন্তু ভাই দয়াকরে একটু চিন্তা করে দেখুন আমরা কেন তাদের কথা শুনছি তাদের অন্যায় গুলো মেনে নিচ্ছি, এটা খুব একটার প্রয়োজন রয়েছে ।

আমাদের শক্তি যদি রাশিয়ার সরকার পুতিনের  মত হত তাহলে আমরাও পারতাম  মাথাচাড়া দিয়ে উঠতে ।

আমাদের দেশে প্রায় সব ধরনের খাবার চাষ হয় শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা যেমন আমাদের দেশে ঠিক কতটুকু চাউলের চাহিদা রয়েছে, সে মতে কৃষি অফিস থেকে লোকজনদের ধান চাষ করার পরামর্শ দিত এবং একটা ফসল বেশি  চাষ  করে বিদেশে রপ্তানীর চিন্তা না করে দেশের অন্যান্য যেসব জায়গায় ঘরটি রয়েছে সেসব চাষ করার জন্য উৎসাহিত করতো কিংবা বাধ্য করতো তাহলে আমাদের হয়তো অন্য দেশের উপর নির্ভরশীল হতে হতো না অন্ততপক্ষে খাবারের জন্য ।

 মানুষের বেঁচে থাকার জন্য প্রধান যে উপকরণ  রয়েছে খাবার সেটা সমাধান আমরা পেয়ে যেতাম ।

 কারণ আমরা সাগরের অতি কাছে থাকি আমাদের মাটির উর্বরতা অনেক আমাদের এখানে খাবারের অভাব হওয়ার একদম কথা নয় ।


দ্বিতীয়তঃ হল উন্নত এবং প্রযুক্তির দিক দিয়ে অন্যরা আমাদের চেয়ে এগিয়ে রয়েছে  ।

আমরাও কিন্তু তাদের চেয়ে পিছিয়ে নয় আমাদের বাংলাদেশের এমন অনেকেই রয়েছে যারা পড়ালেখা করে অন্য দেশে গিয়ে খুব ভালো ভালো পদে চাকরি করছে আবার অনেক মেধাবী রয়েছে যারা সুযোগের অভাবে পড়ালেখা করতে পারেনি কিংবা অন্য দেশের দখলদারি এই যে নিয়ন্ত্রণ তো চলতেছে এটার জন্য করতে পারে নাই আমি একটা পোস্ট দিয়েছিলাম শিক্ষা  বেবস্থা ব্যাবসায় পরিণত হয়েছে লিং দিয়ে দিচ্ছি ইচ্ছা হলে দেখে নিয়েন আমি আমার মত করে বুঝানোর চেষ্টা করেছি জানিনা কতটুকু সফল হয়েছি 

https://mohammadrajusheikh2.blogspot.com/2022/05/blog-post.html


তো বিদেশিরা  কৌশলের মাধ্যমে আমাদের শিক্ষা থেকে বিরত রাখতেছে আর এর জন্যই আমরা উন্নত প্রযুক্তির দিকে  এগোতে  পারছি না  এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যদি আমরা অন্য দেশের নিয়ন্ত্রণ থেকে বের হতে পারি ।

 আর এর জন্য আমাদের এক হয়ে  সরকারের হাত শক্ত করতে হবে ।বিভেদ সৃষ্টি হবে, এটা জানা কথা, কিন্তু এই বিভেদে জিতার জন্য অন্যদের বাংলাদেশে আসতে দেওয়া যাবেনা কিংবা যারা রয়েছে তাদের কে তাড়িয়ে দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করতে হবে ।

 যদি বিদেশিদের আমাদের দেশ থেকে তাড়াতে পারি এবং তাদের ষড়যন্ত্র রুখতে পারি তাদের বসানো  পুতুল গুলোকে ক্ষমতা থেকে সরাতে পারি কেবল তাহলেই এদেশে শান্তি সম্ভব হবে আমরা যে রাজনীতি দল করছি না কেন খেয়াল রাখতে হবে সে যেনো কোনভাবেই বিদেশীদের সাথে জড়িত না তো ।

 যদি জড়িত থাকে তাহলে তাকে সমর্থন করা থেকে বিরত থাকতে হবে কষ্টকর কিংবা অসম্ভব হলেও এটিকে সম্ভব করতে হবে ।


কারণ বিদেশের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় আসা লোক গুলি শুধু মাত্র ক্ষমতা টিকিয়ে রাখতে তাদের সব দাবি মেনে নেয় ।

 আমরা ইতিমধ্যে দেখেছি এবং দেখছি ।

বাংলায় রাজত্ব করেছে ব্রিটিশরা রাজত্ব করেছে পাকিস্তানীরা রাজত্ব করছে ভারত আমরা সবাইকে  দেখেছি এবার চলুন মুক্তি নিয়ে দেখি স্বাধীনতার স্বাদ কেমন  ।

 অন্যদের গোলামী না, আমরা নির্বাচন করব তাদের গোলামী করব না আমরা সরকারের হাত শক্ত করব যদি সরকার দেশ প্রেমিক না হয় তাহলে বিরোধী দলের হাত শক্ত করব তবে কখনোই অন্য দেশের পুতুলদের হাত শক্ত করব না কে পুতুল এবং কে দেশ প্রেমিক সেটা বোঝার মত ন্যূনতম জ্ঞান আমাদের মধ্যে রয়েছে আমরা চাইলেই খেয়াল করলেই এগুলো বুঝতে পারব ।

 যদিও অর্থের লোভ ক্ষমতার লোভ মানুষকে সবকিছু ভুলিয়ে দেয় তবু এটাই আমাদের পরীক্ষা ।


আজ এই বিদেশী পুতুলদের প্রত্যাখ্যান করি ইনশাআল্লাহ কাল আমাদের সন্তানেরা একটি সুন্দর বাংলাদেশ পাবে যেখানে উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না যেখানে চিকিৎসার জন্য এদেশের মন্ত্রী-এমপিদের অন্য দেশে যেতে হবে না যেখানে কোটি টাকা খরচ করে মশা মারা শিখতে যেতে হবে না 

যেখানে কলেজ ভার্সিটিতে শিক্ষার মান দিয়ে দেখা হবে কোনো রাজনৈতিক বড়ভাইয়ের পরিচয়ে না ।




মন্তব্যসমূহ