ওয়াজের বিপরীত জোর করে যাত্রা দেখানো পরিকল্পনা তাদের ।


শাহরিয়ার কবির নিশ্চয় নামটা চিনেন আপনারা ।
---------------------------------------------
তো এই শাহরিয়ার কবির মাঝে মাঝেই ইসলাম বিদ্বেষী মন্তব্য দিয়ে থাকেন । বেশ অনেকদিন আগে এই শাহরিয়ার কবির টেলিভিশনের একটি অনুষ্ঠানে এসে বলেছিল ।
একটি বাচ্চাদের বই নিয়ে কথা ।



 এই বইটি নাকি কিন্ডার গার্ডেনে পড়ানো হতো তবে তার মাথা ব্যথার কারণ হলো এখানে অ তে অজগর না শিখিয়ে শিখানো হচ্ছিলো অজুকরে নামাজ পড়ার কথা সে সবচাইতে বেশি রাগ দেখিয়েছিল গ তে গান শুনা ভালো না এই লাইন টা দেখিয়ে ।
এই শো টি ঠিক কতো সালে প্রচার করা হয়েছিলো আমার ঠিক মনে নেই খুব সম্ভবত 2020/ 2021
--------------------------------------------
কিছুদিন আগে সে একটি মিটিং না কি জানি করে এখানে  সাংবাদিকদের ডেকে বলেছিল যে আমাদের ইস্কুলের মাঠ গুলিতে নাকি এখন ওয়াজ মাহফিল হচ্ছে এগুলো বন্ধ করে শিল্পের চর্চা করতে হবে ওয়াজে শিল্প নেই এমনটাই দাবি করেছেন সে
সে বলেছে ওয়াজ বন্ধ করা হোক আমরা সেখান যাত্রা করবো ।
  আর আজ আমাদের মেলান্দহ বেশ কয়েকটি স্কুলমাঠে একসাথে যাত্রা হচ্ছে।

এই যাত্রার জন্য করা টাকা দিচ্ছে ।
চাঁদা তো তোলা হয় নাই যদি বলি এটি আমাদের দেশের কোষাগারের টাকা তাহলে ।

এক সাথে এতগুলো মাঠে প্যান্ডেল বক্স ভাড়া করা লোক  নিচ্চয় অল্প কিছু টাকার খেলা নয় ।
আমাদের টেক্সের টাকা এগুলো।

একটু বাজারের দিকে তাকায় বুঝতে পারবো আমাদের কী অবস্থা মাছ কিনতে গেলে তাকিয়ে থাকি কোনটা কিনবো কোনটা আমার লাগালে।









মন্তব্যসমূহ