ভারত কন্ট্রোল করছে আমাদের বাজার

 বাংলাদেশের মানুষরা যখন চাষ করে অধিকার হারে 

তখন ভারত কম দামে পেঁয়াজ ছাড়ে 

আর বাঙ্গালী চাষীদের  লোকসান গুনতে হয় ।

ফলস্বরূপ তাঁরা পেঁয়াজ চাষ থেকে সরে আসে আর তারপরেই দেখতে হয় আমাদের ভারতের খেলা ।


পেঁয়াজের দাম ইতিমধ্যে কতটা উপরে উঠেছিল আমরা সবাই জানি সুতরাং বোঝতে  হবে একটু বেশি টাকা হলেও ভারতের পেয়াজ থেকে দূরে থাকতে এবং বাংলাদেশের চাষীরা যাতে অধিক  চাষ করে আমাদেরকে সঠিক মূল্য পেঁয়াজ দিতে পারে , এর জন্য তাদেরকে উৎসাহ দেওয়া ।

সরকার থেকে নজরদারি করা , এবং যে যার নিজ দায়িত্ব থেকে 

বিষয়টিকে একজন আদর্শ নাগরিক হিসেবে দেখতে হবে  ।


ভারত কন্ট্রোল করছে আমাদের বাজার এ থেকে পরিত্রান পেতে হবে ।



মন্তব্যসমূহ