ভারত আমাদের দেশে কেবল হেরে যাওয়ার ভয় ছাড়া আর কিছু রপ্তানি করছে না

 আফগানিস্তান স্বাধীন হওয়ার আগে পুরো পৃথিবী এটাই ধরে নিয়েছিল  আমেরিকানদের অনুদান ছাড়া আফগানিস্তান চলবে না । 

আর এখন আমরা দেখছি কেমন আছেন আফগানিস্তান ।

 অনুদান তো ছিল লোক দেখানো ।যার পিছনে ছিল অনেক বড় স্বার্থ

----------------------------------------------

বাংলাদেশে ভারত যেসব পণ্য রপ্তানি করতেছে এগুলো রপ্তানি করার আগে তারা আমাদের দেশীয় বাজার নষ্ট করেছে ।
 যাতে আমরা তাদের থেকে নিতে বাধ্য হয়

 বাংলাদেশের কৃষকদের চাষ আবাদ থেকে দূরে ঠেলে দিয়েছে । 
বহু আলোচিত পিঁয়াজের কথাই ধরুন না ,
এই পিঁয়াজ তারা প্রথম দিকে কম দামে দিতো
 যার কারণে দেশীয় চাষীদের লোকসান গুনতে হয় ।
 আর সব শেষে যখন বাংলার পিঁয়াজের বাজারে পিঁয়াজের কমতি পরে, তখন তারাও রপ্তানিতে নিষেধাজ্ঞা  করে দাম দাড়িয়ে দিলো আকাশ চুম্বি করে ।----------------------------------------------

বাংলার মাটি উর্বর মাটি 
এখানে না কৃষকের সমস্যা না মাটির সমস্যা।

এখানে সমস্যা শাসকদের পরিকল্পনার ।

 বাংলাদেশের বাজার ভারতের দখলে আর কৃষকরা চাষে অনাগ্রহী  ।

ভারত আমাদের কেবল হেরে যাওয়ার ভয় ছাড়া আর কিছুই রপ্তানি করছে না 

অথচ নিয়ে যাচ্ছে আমাদের মূল্যবান অর্থ নষ্ট করে ফেলছে আগামী দিনের উজ্জ্বল ব্রিলিয়ান ছেলেদের প্রতিভা  ।



মন্তব্যসমূহ